হামলাকারীদের গ্ৰেপ্তারের দাবীতে রাস্তায় আগুন জ্বালিয়ে অবরোধ , থানায় বিক্ষোভ বিজেপির

3rd March 2021 11:53 am বাঁকুড়া
হামলাকারীদের গ্ৰেপ্তারের দাবীতে রাস্তায় আগুন জ্বালিয়ে অবরোধ , থানায় বিক্ষোভ বিজেপির


দেবব্রত মন্ডল ( বাঁকুড়া ) : বড়জোড়ায় তাজপুরে হামলাকারীদের গ্রেফতারের দাবিতে সৌমিত্র খাঁ  র নেতৃত্বে বড়জোড়ায় পথ অবরোধ, থানায় বিক্ষোভ ।

বাঁকুড়ার তাজপুরে বিজেপি কর্মীদের উপর হামলা ও মারধরের ঘটনায় এবার স্থানীয় সাংসদ সৌমিত্র খাঁ র নেতৃত্বে পথ অবরোধ করলেন বিজেপি কর্মীরা। আজ বেলা সাড়ে দশটা নাগাদ বাঁকুড়ার বড়জোড়া চৌরাস্তা মোড়ে বাঁকুড়া দুর্গাপুর রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা। একই ইস্যুতে বড়জোড়া থানা ঘেরাও করেও বিক্ষোভ দেখানো হয়। 

গতকাল দেওয়াল দখলকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় বাঁকুড়ার বড়জোড়া থানার তাজপুর গ্রামে। অভিযোগ তৃনমূলের লোকজন রড লাঠি ও টাঙি নিয়ে হামলা চালায় বিজেপি কর্মীদের উপর। ঘটনায় জখম হন বিজেপির পাঁচ কর্মী। এর মধ্যে দুজনের আঘাত গুরুতর। বিজেপির দাবি আগামী ৭ মার্চ প্রধানমন্ত্রীর ব্রিগেড সমাবেশের আগে এলাকায় সন্ত্রাস ছড়ানোর জন্যই পরিকল্পিত ভাবে এই হামলা চালিয়েছে তৃনমূল। ঘটনার পর ১২ ঘন্টা কেটে গেলেও ওই হামলার ঘটনায় বড়জোড়া থানার পুলিশ কোনো হামলাকারীকে গ্রেফতার না করাতেই এবার পথ অবরোধ ও থানায় বিক্ষোভের পথ বেছে নিতে বাধ্য হয়েছেন এলাকার বিজেপি কর্মীরা এমনটাই দাবি সাংসদ সৌমিত্র খাঁর।





Others News

মল্লরাজ ভূমিতে তোপধ্বনিতে অষ্টমীর সন্ধিক্ষণ : পুজো ঘিরে উন্মাদনা

মল্লরাজ ভূমিতে তোপধ্বনিতে অষ্টমীর সন্ধিক্ষণ : পুজো ঘিরে উন্মাদনা


দেবব্রত মন্ডল ( বাঁকুড়া ) : তোপধ্বনি তে কেঁপে উঠল বিষ্ণুপুর । শুরু হল মল্ল রাজাদের ১০২৫ বছরের অষ্টমী পূজোর সন্ধিক্ষণ।

প্রাচীণ ঐতিহ্য ও পরম্পরা মেনে আজও নিষ্ঠাভরে বিষ্ণুপুর রাজ বাড়িতে দেবী দুর্গা 'মৃন্ময়ী নামে পূজিতা হন। জানা গিয়েছে, পূর্ব প্রথা মতোই প্রাচীণ রীতি মেনে মহাষ্টমীর সন্ধিক্ষণে কামান দাগার মধ্য দিয়ে বিষ্ণুপুর রাজ বাড়িতে শুরু হয়ে গেল 'বড় ঠাকরুনে'র পুজো। তবে এবার করোনা পরিস্থিতির মধ্যেও দর্শক সাধারণের উপস্থিতি ছিল বাঁধভাঙ্গা। সরকারী নিয়মকে মান্যতা দিয়ে স্বাস্থ্যবিধি মেনে শুরু হয়েছে দেবী বন্দনা। এমনকি এখানে কামান দাগার পর্বেও অন্যান্য বছরের তুলনায় এ বছরে অল্প সংখ্যক লোককে নিয়ে ঐ কাজ সম্পূর্ণ করা হয়েছে।

শুরুর সময় থেকে অষ্টমীর সন্ধিক্ষণ ঘোষণা করা হয় বড় কামানের গর্জনের শব্দে। যার আওয়াজে রাজবাড়িতে আরতি নৃত্যও শুরু হয়ে যায়।